ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফসলি জমিতে পুকুর খনন করায় ভেকু ও ট্রাক্টর জব্দ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে

সোমবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ভেকু ও ১টি রাশিয়ান ট্রাক্টর জব্দ করা হয়। এসব যানবাহন ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

এছাড়া, ১৮ মার্চ দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে আরও একটি ভেকু জব্দ করেছে প্রশাসন। এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।