ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নারী, নও তুমি একা

আবুল কলাম আজাদ, গুরুদাসপুর
মার্চ ৯, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নারী, নও তুমি একা
-আবুল কালাম আজাদ-

 

হে নারী, নও তুমি একা
এগিয়ে যাও, আছে তোমার সাথে
পিতা, ভাই, স্বামী, স্বজন -বন্ধু
তোমাকে সাহস যোগাতে,
ভয় পেওনা সামনে এগোতে কখনও
আসুক যত বাধা, রুখে দাও শক্ত হাতে
দেখে নিও শত্রুরাই তোমাকে করবে সালাম।

হে নারী,অন্যায়ের বিরুদ্ধে দাড়াও
ন্যয়ের তরে হও বলিয়ান
শত্রুরে কর জয়, বুকে রাখো হিম্মত
নিজেকে করো জাগ্রত, চেতনার উচ্চ শিখরে
জাগরিত কর জাতিকে।
তুমি অর্ধাংগিনী,
আর অর্ধেক আছে তোমার হৃদয়ে
দুইয়ে মিলে হও পুর্নাংগ শক্তির আধার
হও আলোকিত বিশ্ব জানুক নারীরা একা নয়,
সাথে আছে পুরুষের স্বার্থহীন শক্তি-সাহস
হারাবেনা দিক,হারাবেনা পথ
থাকলে নারী-পুরুষ একরথ।
হে নারী,
হয়েছে যত আন্দোলন,শত্রুমুক্ত করেছে দেশ
যুদ্ধে হয়েছে বিজয়,লাখো শহীদের রক্তের সাগরে
ইজ্জত-সম্ভ্রম হারিয়েছে লাখো নারী
ছিনিয়ে এনেছে বিজয়-স্বাধীনতার পতাকা-মানচিত্র
পতন ঘটিয়েছ শক্তিশালী স্বৈরাচার লুটেরাদের
গড়েছে নতুন দেশ,করেছে উন্নয়নের শিখর
নতুন সূর্যটা আজ আলো ছড়াচ্ছে
লালসবুজের পতাকা উড়ছে মুক্ত আকাশে
গর্বের সাথে চেয়ে দেখছে বিশ্ব
সবইতো বীর নারী-পুরুষের একসাথে একমতের ফল
মনে রেখ নারী,
চলালার শত্রুর বিরুদ্ধে নয় তুমি একআ নয়
পুরুষ আছে পাশে সবসময়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সাহিত্য সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়