নাটোরের গুরুদাসপুরে পরিমাপে কম দেওয়ার অপরাধে তিন মিনি পেট্রোল পাম্প মালিককে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।
বুধবার (২৩ এপ্রিল) সারাদিনব্যপি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আসাদুল ইসলাম। এসময় বিএসটিআই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মিঠুন কবিরাজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার পৌরশহরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার পদ্মা অয়েল কোং ডিলার ও যমুলা অয়েল কোং পরিবেশক মেসার্স নজরুল এন্টার প্রাইজের পরিচালক হুমায়ুন কবির তপুকে ১০ হাজার টাকা, নজরুল এন্টার প্রাইজের চাঁচকৈড় বাজার শাখার পরিচালক টিপু সুলতানকে ৫ হাজার এবং গুরুদাসপুর বাসস্ট্যন্ড সংলগ্ন মেসার্স লামিয়া এন্টার প্রাইজের মালিক আখতারুজ্জমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আসাদুল ইসলাম বলেন- মিটারে পেট্রোল কম দেওয়ায় পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারায় তিন তেল পাম্প মালিককে মোট ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।#