মাদারীপুরের ডাসারে পরিবেশ অভিযোগে আলিফ অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার ভাংগা বীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাগেছে- পরিবেশের ছাড় পত্রবিহীন আলিফ অটো রাইস মিল দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছেন। খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা অপরিচ্ছন্ন পরিবেশ ও ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য দ্বারা খাল দূষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আলিফ অটো রাইস মিলকে নগদ ২০,০০০ টাকা জরিমানা করেন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন। এসময় অভিযানে সহযোগীতা করেন, ডাসার থানার এ এস আই ইমাম আহাদ ও পুলিশ সদস্যরা।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন জানান- আলিফ অটো রাইস মিলে ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনাসহ সঠিকভাবে না করার দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।