নাটোরের গুরুদাসপুরে ভেজাল পণ্য বিক্রি করায় শ্রী গোপাল কুন্ডু নামে এক মুদি দোকানীকে জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে।
সোমবার (০৫ মে) সন্ধ্যায় উপজেলার চাঁচকৈড় বাজারে ওই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। এসময় দোকানে পর্যাপ্ত পরিমাণ ভেজাল পণ্য পাওয়ায় সুমনা এন্টারপ্রাইজের মালিক শ্রী গোপাল @ ভেলা কুন্ডুকে ১ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়।
স্থানীয়সুত্রে জানাযায়- দীর্ঘদিন ধরে চাঁচকৈড় বাজারে শ্রী গোপাল কুন্ডু তার মুদি দোকানে মানহীন, মেয়াদোত্তীর্ণ পণ্য নকল বিড়ি-সিগারেট, শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য মজুদ ও বিক্রি করছিলেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে আলমগীর হোসেন দোকানের জন্য গোপাল কুন্ডুর কাছে খুচরা মাল কিনতে গেলে তাকে নকল স্টার সিগারেট ও মনোমহন বিড়ি দেন। এসময় পণ্যগুলো নকল মনে হলে তিনি সিগারেট ও বিড়ি কোম্পানীর কর্মরত বিক্রয় প্রতিনিধি মাহবুবুর রহমানকে জানান। কোম্পানির প্রতিনিধিরা এসে বিষয়টি জানতে চাইলে ব্যবসায়ী গোপাল কুন্ডু তাদের লাঞ্চিত করেন। উপায় না পেয়ে তারা উপজেলা প্রশাসনকে খবর দিলে তাদের উপস্থিতি টের পেয়ে দোকানে তালা ঝুলিয়ে পালিয়ে যায় গোপাল কুন্ডু।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন- ব্যবসায়ী গোপাল কুন্ডুর দোকানে বিপুল পরিমান মজুদকৃত নকল ও মানহীন শিশু খাদ্য পটেটো, জুস, চকলেট, পানিয়, জর্দা স্যালাইনসহ নানা খাদ্য সামগ্রী পাওয়া গেছে। ভেজাল পণ্য রাখার অপরাধে ৫৩ ধারায় দোকানীকে ১ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে।