মাদারীপুরের ডাসার উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে ডাসার উপজেলা শ্রমিকদলের উদ্যোগে কাঁঠালতলা বাজার থেকে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার নিশ্চিত হলে বাংলাদেশেরও বিশ্ব দরবারে অধিকার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান স্মরণীয়। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি সুন্দর, মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন হাওলাদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা সৈয়দ শাহিনসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।