ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনের জেলা কমিটিতে আওয়ামীলীগের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে অচেনাদের স্থান দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৪নভেম্বর) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতা ব্যানারে আয়োজিত সম্মেলনে কমিটিতে ৭ জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির দোসরদের রাখার প্রতিবাদে জানান তারা।

ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী বলেন- ২২ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে ইসলামপুর উপজেলার ৭জন প্রতিনিধি নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের বিগত জুলাই/আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কোন অস্তিত্ব ও ভূমিকা ছিল না।

সাধারণ শিক্ষার্থী মোঃ শরীফ সরকার বলেন- জিহাদি হাসান নাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ, তৌহিদুর রহমান জিসানসহ বাকিদের তারা চিনেন না। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসর বলে জানান তারা। তারা জেলা কমিটি থেকে ওই ৭জনকে অপসারণের দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ সাঈম খান, মোঃ রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীমসহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।