পরশুদিন ক্ষোভে পিএসএল বর্জন ও টুর্নামেন্ট থেকে চিরতরে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পেসার ইহসানউল্লাহ।
তবে ২৪ ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
জিও সুপারকে দেওয়া এক স্বাক্ষাৎকারে ইহসানউল্লাহ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে না নেওয়ার কারনে রাগে এবং হতাশায় এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এটি আবেগতাড়িত ছিল। ইএসএল শুরু হতে এখনো ৪ মাস বাকি। এই সময়টাতে আমি
নিজের ফিটনেস ও বোলিংয়ে উন্নতির চেষ্টা চালিয়ে যাব। আশা করি, যারা আমাকে দলে নেয়নি তারাও ভবিষ্যতে সিদ্ধান্ত বদলাবে।
নিজের ভুল স্বীকার করে ইহসানউল্লাহ বলেন, রাগের মাথায় পিএসএল বর্জনের ঘোষণা দিয়ে আমি ভুল করেছি। আমি এখনো আমার বোলিংয়ের গতির ওপর বিশ্বাস করি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে ইহসানউল্লাহ বলেন, আমি আবেগের বশে এমন একটি বিবৃতি দিয়েছিলাম, যা আমার করা ঠিক ছিল না। আশা করি আমার অনুশোচনা এবং ভবিষ্যৎ পারফম্যান্স দিয়ে আমি আবার সবার আস্থা অর্জন করতে পারব।
খেলার ডেস্ক/এআরএ