ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে সিদ্ধান্ত বদলালেন ইহসানউল্লাহ

খেলার ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

পরশুদিন ক্ষোভে পিএসএল বর্জন ও টুর্নামেন্ট থেকে ‍চিরতরে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পেসার ইহসানউল্লাহ।
তবে ২৪ ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

জিও সুপারকে দেওয়া এক স্বাক্ষাৎকারে ইহসানউল্লাহ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে না নেওয়ার কারনে রাগে এবং হতাশায় এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এটি আবেগতাড়িত ছিল। ইএসএল শুরু হতে এখনো ৪ মাস বাকি। এই সময়টাতে আমি
নিজের ফিটনেস ও বোলিংয়ে উন্নতির চেষ্টা চালিয়ে যাব। আশা করি, যারা আমাকে দলে নেয়নি তারাও ভবিষ্যতে সিদ্ধান্ত বদলাবে।

নিজের ভুল স্বীকার করে ইহসানউল্লাহ বলেন, রাগের মাথায় পিএসএল বর্জনের ঘোষণা দিয়ে আমি ভুল করেছি। আমি এখনো আমার বোলিংয়ের গতির ওপর বিশ্বাস করি।

ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে ইহসানউল্লাহ বলেন, আমি আবেগের বশে এমন একটি বিবৃতি দিয়েছিলাম, যা আমার করা ঠিক ছিল না। আশা করি আমার অনুশোচনা এবং ভবিষ্যৎ পারফম্যান্স দিয়ে আমি আবার সবার আস্থা অর্জন করতে পারব।

 

 

খেলার ডেস্ক/এআরএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।