ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা
মে ১২, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমজাদ সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১১ মে) রাত ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া বিলে ওই ভ্রাম্যমাণ পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আমজাদ সরদার উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের মৃত হাকিম সরদারের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম বলেন, সরকারি অনুমোদন ছাড়া নদী বা জলাশয় থেকে বালু উত্তোলন অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন ধরেই তালবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনা করে অর্থদন্ড করার পাশাপাশি পরর্বতীতে এমন কাজ না করা জন্য সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষা ও জণস্বার্থে আমাদের এমন অভিযান অব্যহত থাকবে। এছাড়া জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।