ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সরকারি কলেজের কর্মচারী

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর
মে ৯, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সরোয়ার বেপারী (৩৫) নামে এক সরকারি কলেজের কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন জসিম শিকদার (৩৫), যিনি মাদারীপুর আদালতের আইনজীবী সহকারী হিসেবে কর্মরত।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার শাখারপাড়-কবিরাজপুর আঞ্চলিক সড়কের কবিরাজপুর এলাকায়। নিহত সরোয়ার বেপারী সদর উপজেলার শকুনি গ্রামের বাসিন্দা এবং মাদারীপুর সরকারি কলেজের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। আহত জসিম একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সরোয়ারসহ ছয়জন তিনটি মোটরসাইকেলে করে মাদারীপুর থেকে কবিরাজপুর যাচ্ছিলেন। শাখারপাড় ব্রিজ অতিক্রম করে একটি বাঁক অতিক্রমকালে সরোয়ারের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত জসিমকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত করিম জানান, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন, বিষয়টি রাজৈর হাসপাতাল থেকে নিশ্চিত হওয়া গেছে। আজ শুক্রবার নিহত সরোয়ারকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।