ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ , নিহত ৫

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর
মে ৮, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের মিঠাপুর গ্রামের একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৮ মে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলাল হোসেনের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা ছিলেন। গত রাত থেকে প্রসব বেদনা শুরু হলে পরিবারের ১০ সদস্য একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। গন্তব্য ছিল ধানমন্ডির একটি হাসপাতাল।

এক্সপ্রেসওয়ের নিমতলি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির একটি চাকা ফেটে যায়। চালক রাস্তার ডান পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় কেউ কেউ অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন, আবার কেউ বাইরে দাঁড়িয়ে ছিলেন।

ঠিক তখনই পেছন থেকে আসা ‘গোল্ডেন লাইন পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন।

বাসের হেলপার সাইফুল ইসলাম শান্ত জানান, তারা কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার আব্দুল্লাহপুর যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়ের ডান লেনে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে ছিল। বাসটি দ্রুতগতিতে চলায় চালক ফয়সাল (৪০) ব্রেক কষলেও সময়মতো থামাতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।