ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা
জুন ২১, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুর উপজেলার হাড়িভাঙ্গা বিল এলাকায় (সুইস গেট সংলগ্ন বিলদহর রোড) একটি অবৈধ মাটি কাটার কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২০ জুন) রাত ১১ টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর হাড়িভাঙ্গা বিলে ওই অভিযান পরিচালনা করে মাটি ব্যবসায়ী আব্দুস সালামকে ৫০ হাজার ও সুলতান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা  করা হয়।

জানাযায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সিন্ডিকেট ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করে আসছিল। পূর্বে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখে। বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান চালায়।

অভিযান শেষে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এসময় অভিযুক্ত মাটি ব্যবসায়ী আব্দুস সালাম ও মোঃ সুলতানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে উভয়কে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, সেনাবাহিনীর সমন্বিত অভিযানের ফলে এলাকায় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ হচ্ছে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।