নাটোরের গুরুদাসপুরে গাঁজাসহ নুর নবী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল টিম।
শুক্রবার (৪ জুলাই) রাত ১২ টার দিকে উপজেলার খামার পাথুরিয়া গ্রামের নুর নবীর বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করা হয়। নুর নবী ওই গ্রামের রুহুন নবীর ছেলে।
জানযায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ জুলাই রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গাঁজা ব্যবসায়ী নূরুন নবী’র বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টহল টিম অভিযান চালিয়ে গাঁজাসহ নুর নবী নামের ওই ব্যাক্তিকে আটক করা হয়েছে। মাদকমুক্ত দেশ গড়ার লক্ষে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।