ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে খেলনা পিস্তল-দেশীয় অস্ত্রসহ ৬জন আটক

নিজস্ব সংবাদদাতা
জুন ২১, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম।

শনিবার  (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১টি খেলনা পিস্তল এবং দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে সেনাবাহিনী। এরপর তাদের স্বীকারোক্তিতে  আরো ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নাজিরপুর নতুন পাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), মৃত কামাল হোসেনের ছেলে কাওসার আহমেদ (২৫), আব্দুল আজিজের ছেলে বিপ্লব মিয়া (২৪), নাজিরপুর দুধগাড়ি গ্রামের মোবারকের ছেলে মবিদুল ইসলাম(২১), বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামের রওশন মিয়ার ছেলে মনিরুল ইসলাম (২৪) ও  সিংড়া উপজেলার কালিনগর গ্রামের সালাম আলীর ছেলে সুরুজ আলী (২১)। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন বিভিন্ন বিল, পুকুর ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করতেন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২ টি মোটর সাইকেল, ৯টি কোরবানীর গরু, চাঁদা না দেওয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনসহ বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন। জিজ্ঞাসাবাদের  পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার বলেন- চাঁদাবাজি, ছিনতাই, মাদক নির্মুলসহ সকল অপকর্ম বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ডাকাতি, চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকায় ওই ৬ ব্যক্তির বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।