“জ্ঞান- বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ৪৬তম বিজ্ঞান মেলা ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ওই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইউএনও ফাহমিদা আফরোজ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫ টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে। বক্তব্য শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের আবিষ্কারক বিজ্ঞান সম্মত উদ্বোধনী পরিদর্শন করেন ইউএনও।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, কৃষি অফিসার হারুনর রশীদ, সমবায় অফিসার রবিউল রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।